আবেগী ফেসবুক স্টাটাস ২০২২: বর্তমান সময়ে আবেগ, দুঃখ, ভালোবাসা, আনন্দ, বেদন সহ সবকিছু প্রকাশের জন্য জনপ্রিয় মাধম হচ্ছে ফেসবুক। নতুন প্রজন্ম তাদের বেশির ভাগ সময় ফেসবুকে কাটয়া এবাং মনের ভাবও ফেসবুকে প্রকাশ করে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে ১০০+ জনপ্রিয় আবেগী ফেসবুক স্টাটাস শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
আবেগী ফেসবুক স্টাটাস ২০২২
০১। “শহরটা ঘুমিয়ে পড়েছে
শুধু জেগে আছে হৃদয় ভাঙ্গা ক্ষত বিক্ষত মানুষগুলো”
০২। “আপনার সেই আবেগগুলি আপনাকে কষ্ট দেয়
যেগুলি একান্তই আপনার মনে হয়”
০৩। “তোমার কি কখনো জানতে ইচ্ছা করে,
আমি কেমন আছি!!
কাজের মাঝে কি হঠাৎ আমাকে মনে পরে!!
আমার কেন জানি খুব জানতে ইচ্ছা হয়,
তুমি কেমন আছো!
আমার খবর কি তুমি রাখো”
০৪। “পৃথীবির সবচেয়ে সুন্দর এবং সেরা জিনিসগুলো চোখ দিয়ে দেখা যায় না,
এমনকি স্পর্শ করা যায় না, এসব হৃদয় দিয়ে অনুভব করতে হয়”
০৫। “আপনি যখন কষ্ট পাবেন,
তখন সেই কস্টকে প্রেরণায় রূপান্তরিত করার চেষ্টা করুন
হাল ছাড়ার কারণ হিসাবে নয়”
০৬। “প্রেমে তো সবাই পড়ে
কিন্তু কারো মায়ার প্রেমে পড়ে দ্যাখো
কথা দিচ্ছি, বেরিয়ে আসতে পারবে না”
০৭। “খুব জানতে ইচ্ছে করে
কেউ কি আমার অজান্তে আমাকে খোজে!
কেউ কি আমার মনের না বলা শব্দগুলোর ভাষা বুঝে!”
০৮। “কত সম্পর্ক তবু বেঁচে আছে অশ্রু ভেজা চোখে
অথচ কেউ চলে গ্যাছে বহুদূরে একটু অনুরাগে”
০৯। “ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই
কারণ সে একটু ভাল থাকার জন্য তোমাকে বেঁচে নিয়েছে”
১০। “না যেনে প্রিয় মানুষটা কে ভূল বুঝো না
হয়তো আড়ালে সেও তোমার জন্য কাদে”
আবেগী ফেসবুক স্টাটাস ২০২২ (১১-২০)
১১। একদিন আমিও ভীষন ভালো হয়ে যাবো,
মরে গেলে সবাই তো বলে,
মানুষটা অনেক ভালো ছিল।
১২। দুঃখ কখনো একা আসে না
দল বেধে আসে।
১৩। তুমি বলেছিলে মানুষ বদলায়
তাই তুমিও বদলে গেলে
কিন্তু আমি তো বদলাইনি,
তবে কি আমি মানুষ নই।
১৪। অভিজ্ঞতা তো আর কম হলো না,
তবুও মানুষ চিনতে ভুল হয়।
১৫। মধ্যবিত্তদের ভালোবাসা
সিনেমাতেই গ্রহনযোগ্য হয়,
বাস্তবে না, কখনোই না।
১৬। মূল্যটা সবাই বোঝে
তবে সেটা হারিয়ে যাবার পর।
১৭। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না,
সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়।
১৮। বাস্তবতা হলো, নতুন মানুষ পেলে
পুরান মানুষের কদর কমে যায়।
১৯। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?
১৯। কিছু মানুষের একাকিত্বের গল্প
গুলো লুকিয়ে থাকে, কিছু মিথ্যে হাসির আড়ালে।
২০। আগলে রাখতে শিখো প্রিয়,
জীবনে কিছু মানুষ বারবার আসে না।
আবেগী ফেসবুক স্টাটাস ২০২২ (২১-৩০)
২১। “সব ইচ্ছা কি আর পূরণ হয়!
মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাচতে হয়”
২২। “বোকা মানুষ গুলো কাউকে ঠকাতে পারে না,
তারা শুধু অভিমান করে যায়”
২৩। “প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
কিন্তু বেদনা থাকে সারাটি জীবন”
২৪। “জিবনের সবথেকে পছন্দের জিনিসগুলো
হয়তো দামী, নয়তো নিষিদ্ধ, হয়তো অবৈধ, কিংবা অন্য কারোর”
২৫। “হাসি সব সময় সুখের অনুভিত বোঝায় না,
কষ্ট থেকেও অনেক সময় হাসি আসে”
২৬। “মরে যাওয়া কোন সমস্যার সমাধান নয়,
বরং বেঁচে থেকে সমস্যা সমাধানের জন্য
লড়াই করে যাওয়াই হলো জীবন”
২৭। “যার আবেগ নেই তার মধ্যে ভালোবাসাও নেই,
আবেগ থেকেই মুলত ভালোবাসার উৎপত্তি”
২৮। “রাত কাউকে খুভ সুন্দর স্বপ্ন দেখায়
আবার কাউকে খুভ কাদায়”
২৯। “কষ্ট পাওয়া জীবনের জন্য খুব প্রয়োজন,
এটি জীবন সম্পর্কে জানতে সাহায্য করে”
৩০। “জীবন শূণ্য থেকে শুরু হয়েছিলো
আজ আবার সেই শূন্যেই ফিরে এলো”
আবেগী ফেসবুক স্টাটাস ২০২২ (৩১-৪০)
৩১। “মানুষের ব্যাপারে তুমি যত কম জানবে
সম্পর্ক তত বেশি দিন টকবে”
৩২। “তুই কি আমার কবিতা হবে?
তোকে আমার কবিতার মতো করে রাখবো;
হৃদ-মাঝারে”
৩৩। “তুই কি অন্ধকার রাতের জোৎস্না হবে?
তোকে ভ্রান্তির ছলেবলে;
বিশালাকার কোনো স্হানে বসে;
জোতস্নার মতো করে দেখবো”
৩৪। “চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম
কিন্তু তার মুখের হাসিটাই যে আমার কাছে সবচাইতে দামী”
৩৫। “ভালোবাসাটা একটুও কমে নি
শুধু প্রকাশ করাটা বন্ধ করে দিয়েছি“
৩৬। “ভালোবাসলেই কি তাকে পেতে হবে
থাকুক না সে দূরে, তার মতো করে”
৩৭। “এই শহরে রূপের বদলে প্রেম বিক্রি হয়
ভালোবাসার বদলে অবহেলা”
৩৮। “জীবনে এমন কিছু মুহূর্ত আসে
নীরব হয়ে থাকে ছাড়া আর কিছুই করার থাকে না”
৩৯। “একজন নিজের সময়মত মেসেজ করে
অন্যজন বোকার মত অপেক্ষা করে”
৪০। “আমি ভালো থাকতাম
যদি সামান্য স্বার্থপর হয়ে জন্মাতাম”
আবেগী ফেসবুক স্টাটাস ২০২২ (৪১-৫০)
৪১। “কারো অবহেলা মানেই জীবন শেষ নয়,
একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়”
৪২। “জীবনে সফলতা পেতে হলে,
আবেগ গুলোকে নিয়ন্ত্রণে রাখা জরুরী”
৪৩.ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন,
একবার মন থেকে ভালোবেসে ফেললে
তাকে আর ভোলা যায় না।
৪৪.তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই,
কিন্তু তোমাকে সারাজীবন ভালোবাসার শক্তি আমার আছে।
৪৫.যখন কোন মানুষের কাছে তোমার দাম কমে যাবে,
তখন দেখবে তার কথা বলার ধরণটাও পাল্টে যাবে।
৪৫.যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না,
সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না।
৪৭.আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি,
কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে।
৪৮.একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখ,
তাহলে কষ্টের অনুভূতি টা বুঝতে পারবে।
৪৯.যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়,
তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয়।
৫০.কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে,
আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরকাল থাকে।
আবেগী ফেসবুক স্টাটাস ২০২২ (৫১-৬০)
৫১। “মায়া এক অদ্ভুদ জিনিস
না দেয় ভূলে থাকতে, না দেয় ভালো থাকতে”
৫২। “তুমি যদি কোন মেয়েকে হাসাতে পারো,
তাহলে সে তোমাকে পছন্দ করবে,
আর যদি কাঁদাতে পারো তাহলে
সে তোমাকে ভালোবাসবে”
৫৩। “আপনার মন হচ্ছে আপনার চিন্তা-ভাবনার দাস,
আর আপনি হচ্ছেন আপনার আবেগী মনের দাস”
৫৪। “ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না
হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো”