জীবন নিয়ে স্টাটাস: জীবনটা আসলেই রঙ্গমঞ্চ। হাসি, কান্না, আনন্দ, বেদনা, ভালোবাসা, হতাশা, সাফল্য, ব্যার্থতা সব সব কিছুর সমন্বয়ে জীবন। জীবন কখনো এক মুখী নয়, এখানে ভালো-মন্দ লেগেই থাকবে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে কিছু জীবন নিয়ে স্টাটাস শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
জীবন নিয়ে স্টাটাস
#০১/হঠাৎ করেই এমন ঘটনা ঘটে, যা ওলট-পালট করে দেয় সবকিছু। মেনে নিতে হয় জীবনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত কোনো পরিবর্তন। দীর্ঘদিন ধরে একটু একটু করে গুছিয়ে নেওয়া জীবন যেন মুহূর্তের মধ্যে হয়ে পড়ে অগোছালো, পরিচিত জগৎ হয়ে যায় অপরিচিত। হঠাৎ করেই চলে আসে খারাপ সময়।
#০২/এ জীবন ছন্নছাড়া 🖤
#০৩/-জীবনে পরিবর্তনের অনেক কিছুই আছে🙂
-একজন মাহামুদুল হাসান সোহাগ ভাই😍
-তার জীবন থেকেও আমাদের অনেক কিছুর শেখার আছে
-আল্লাহ সবাইকে হেদায়েত করুন
-আমিন🤲
#০৪/একটা সুনির্দিষ্ট সময় পর আমার এই ফেইসবুক একাউন্ট টি আর থাকবেনা।
হোয়াটসঅ্যাপ নম্বরটাও পাল্টে ফেলব সাথে সিমটাও।
মুখোশ পড়ে থাকা ভালমানুষ গুলোর সাথে থাকবেনা আর কোনো যোগাযোগ।
জীবন চলছে চলে যাবে....
#০৫/জীবনের এমন কত ফ্রেম শুধু ছবিতেই রয়ে যায়… ♥️🤍
তবুও জীবন তার মত সুন্দর 😇
ভাল থাকুক এমন সব মূহুর্তেরা।
তোলা থাকুক ভালোবাসার দেওয়ালে 🤗
#০৬/টাকা না থাকলে #সমাজে মুল্য নাই
টাকা না থাকলে #পরিবারে দাম নাই
টাকা না থাকলে #দেশের বোঝা আমি
টাকা না থাকলে #বন্ধু নাই
টাকা না থাকলে #প্রেমিকা নামক (অপদার্থ) নাই
টাকা না থাকলে #সম্মান নাই
টাকা না থাকলে #চাকরি নাই
টাকা না থাকলে #আত্মীয় স্বজন নাই
টাকা না থাকলে #জীবন সঙ্গী বউ ও নাই
টাকা থাকলে সবই আছে।
আরে মিঞা সবাইতো #(দুধের মাছি)আজ টাকা আছে তো তোমার সব আছে,
আর টাকা নাই তো কেউ নাই।
আর টাকা নাই তো কেউ নাই।
টাকা না থাকলে #আল্লাহ্ তো আছেন। আসলে কি দুনিয়াতে টাকাই সব কিছু না।
টাকা ছাড়াও সুখ শান্তি পাওয়া যায়।
টাকা ছাড়াও সুখ শান্তি পাওয়া যায়।
#০৭/একাকীত্বই শ্রেয়। কোনো এক্সপেকটেশন নেই!জীবন সুন্দর।,,❤
#০৮/এই কাষ্ঠমঞ্চে বহুবার কথা বলার সুযোগ হলেও সেই সুযোগ
কে পাশ কাটিয়ে পাড় পেয়ে যেতাম বারবার।
কে পাশ কাটিয়ে পাড় পেয়ে যেতাম বারবার।
কিন্তু দায়িত্বের চাপে এবার সেটা হয়ে উঠেনি।
অপ্রত্যাশিত ভাবেই কাষ্ঠমঞ্চ আমায় বরণ করে নেয়।
২৫ বছরের ক্ষীনকায় দেহের এক যুবক আমি।
পরিচয় দেয়ার মতন কোন পরিচয় নেই আমার।
নেই কোন পরিচিত নারী,
যে রোজ আমার খবর নিবে, আমার হাসিতে হাসবে আমার কষ্ট তে কান্না করবে।
যাপিত জীবনে বহু অবহেলার স্বিকার হয়েছি।
যোগ্যতা নয় আমার ক্ষীনকায় দেহ আমার গলার নীচু স্বর
আমার নীচু মানের পোশাক, বোহেমিয়ান জীবন যাপন ই
আমাকে সবার অবহেলার অন্যতম কারণ।
বেঁচে থাকবো হয়তো আজীবন অবহেলিত ভাঙা কুলা হয়ে।
আমার নীচু মানের পোশাক, বোহেমিয়ান জীবন যাপন ই
আমাকে সবার অবহেলার অন্যতম কারণ।
বেঁচে থাকবো হয়তো আজীবন অবহেলিত ভাঙা কুলা হয়ে।
ভার্চুয়াল জগৎ এ কাউকে অবহেলা করা হয়না ;
স্বাধীনতার মুক্ত পাখি শুধুমাত্র উড়ে এই ভার্চুয়াল জগৎ এ।
তাইতো আজো বেঁচে আছি ভার্চুয়াল জীবনে।
অফলাইন জীবনে মৃত্যু হয়ে গেছে আমার বহু আগে।
তাইতো আজো বেঁচে আছি ভার্চুয়াল জীবনে।
অফলাইন জীবনে মৃত্যু হয়ে গেছে আমার বহু আগে।
#১০/ভরসা পাওয়ার মতো এমন একটা হাত এভাবে পাশে থাকলে;
সারা জীবন আর কিছুই লাগে না!
সারা জীবন আর কিছুই লাগে না!
#১১/জীবন তখনি সুন্দর হয়..!❤️🥀
যখন আপনার পাশে থাকা মানুষ'টি সঠিক হয়..!🥰❤️
#১২/জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে...
#১২/জীবন একটাই
এই এক জীবনে আপনি অনেক কিছু দেখবেন, বুঝবেন, শুনবেন, শিখবেন আবার বিরক্ত-ও হবেন । মাঝে মাঝে মনে হবে কেন এমন হয়! আমার সাথেই বার বার এমন হওয়া লাগে ?
আমরা ভাবিনা এর আড়ালে কি লুকিয়ে আছে—মহান রব আমাদের এর চেয়েও ভালো কিছু দান করতে পারেন আমরা সেটাও ভাবিনা!
আমরা ভাবি যে আমি তো ভালো কিছু চাচ্ছি তার মানে এতেই কল্যাণ কিন্তু আসলে-ই কি তাই!!
কখনোই না—
জিনিস টা ভালো হতে পারে, হালাল হতে পারে কিন্তু কল্যাণকর না'ও হতে পারে ।
তাই সবসময়ই রবের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা দরকার । জীবনের প্রতিটা মুহূর্ত একেকটা শিক্ষানগরী।
"তুমি যত-ই রবের করুণা দেখবে, ফয়সালা দেখবে, ততো-ই তুমি অবাক হবে! এতো সব নিয়ামত দেখে খুশিতে কেঁদে দিবে । হতেও পারে সেদিন খুশির কান্নায় এক ফোঁটা জল ও গড়াবেনা "
আলহামদুলিল্লাহ🌸
#১৪/এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন!
সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন।
শেষকথা,
আমাদের আর্টিকেল টি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন এবং "জীবন নিয়ে স্টাটাস " আর্টিকেল টি শেষ অব্দি পড়ার জন্য ধন্যবাদ।